ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জিলাপি খেতে চেয়ে প্রত্যাহার হলেন ওসি মনোয়ার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, এপ্রিল ১৫, ২০২৫
জিলাপি খেতে চেয়ে প্রত্যাহার হলেন ওসি মনোয়ার!

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

 

এ্কই সঙ্গে ইটনা থানার নতুন ওসি হিসেবে মো. জাফর ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

জানা গেছে, ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের টেন্ডারে পাওয়া কাজের টাকায় আফজাল হুসাইন শান্ত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন ওসি মো. মনোয়ার হোসেন। পরে এ বিষয়টি ভুক্তভোগী ছাত্রনেতা আফজাল হুসাইন শান্ত জেলা পুলিশ প্রশাসনকে জানান। এরই পরিপ্রেক্ষিতে ওসি মো. মনোয়ার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।  

এদিকে ওসি মো. মনোয়ার হোসেনের বদলির বিষয়টি জানাজানির পর ইটনা উপজেলা জুড়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ