ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, এপ্রিল ১৬, ২০২৫
সিরাজগঞ্জে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার

সিরাজগঞ্জ: ৬ দফা দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের রেলগেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

 দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সিরাজগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

সড়ক অবরোধের ফলে জেলা শহর থেকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেন। এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুন্ণ হয়েছে এবং পেশাগত বৈষম্য আরও গভীর হয়েছে। এ জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

আমাদের দাবি, ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেওয়াএবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণ।

এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও স্থানীয় প্রশাসন সেখানে অবস্থান নেয়। দুই ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ