ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন-গ্যাস সংযোগ দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ভোলায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন-গ্যাস সংযোগ দেওয়ার দাবি

ঢাকা: দ্বীপজেলা ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সেখানকার বাসিন্দারা।

বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম’ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের বহু প্রাচীন একটি ঐতিহ্যবাহী দ্বীপ। যেখানে রয়েছে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। ভোলা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। অথচ, সেই গ্যাস ভোলাবাসীই পায় না। তাই অবিলম্বে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে তারপর দেশের অন্যান্য স্থানে সংযোগ দিতে হবে।

তারা বলেন, ভোলায় রয়েছে কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। অথচ, এই জেলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের স্থলপথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। যেদিকেই যেতে হয় নদী পার হতে হয়, নির্ভর করতে হয় ফেরি অথবা অন্যান্য নৌ-যানের ওপর। তাই অবিলম্বে ভোলাবাসীর স্বপ্ন ও বহুল আলোচিত ভোলা-বরিশাল সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, ভোলায় সাত উপজেলা, ৫ পৌরসভা ও ১০টি থানা রয়েছে। অথচ, এত বড় একটি জেলার মানুষগুলো উন্নত সেবা পাওয়ার মতো তেমন কোনো সু-ব্যবস্থা নেই। ভোলাবাসীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে। এতে করে ভোলার লাখ লাখ মানুষ সুচিকিৎসা পাবে। তাদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, যেন একটি হাসপাতাল ভোলায় নির্মাণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদ, সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, সৈয়দ সেলিম রেজা, অন্যতম নেতা মাকসুদুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ