ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ১, ২০২৫
বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি, গ্রেপ্তার ৫ চুরি হওয়া মালামালসহ পেশাদার চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার।

ঢাকা: রাজধানীর মাটিকাটা এলাকায় একটি বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনায় চুরি হওয়া মালামালসহ পেশাদার পাঁচ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার মো. আলী আকবরের বাসায় চুরির ঘটনা ঘটে। চোররা বাসার গ্রিল কেটে ১৯ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী আলী আকবরের অভিযোগের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা হয়। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।  

পরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণ মোড়ানো বালা, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা একটি পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।