ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাইসাইকেল চুরির অপরাধে যুবকের তিন মাসের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, মে ৪, ২০২৫
রাজধানীতে বাইসাইকেল চুরির অপরাধে যুবকের তিন মাসের কারাদণ্ড প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আজিমপুরের বটতলা এলাকায় বাইসাইকেল চুরির অপরাধে মো. সাকিল আহমেদ (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিলকে এ কারাদণ্ড দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

লালবাগ-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আজিমপুর বটতলা এলাকার শাহসাব বাড়ির সামনে থেকে কারাদণ্ডপ্রাপ্ত সাকিল একটি লাল, কালো ও সাদা মিশ্রিত বাইসাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরে তারা তাকে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে হস্তান্তর করে। পুলিশ সার্জেন্ট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় আটক সাকিলকে সাক্ষীসহ বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবেও জানিয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।