ঢাকা: রাজধানীর শান্তিনগরের বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে একটি শপিং মলে আগুন লেগেছে। তা নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের একে একে আটটি ইউনিট পৌঁছে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে শান্তিনগরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। পরে জানা যায়, বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আগুনের ঘটনা ঘটেছে। ভবনটি বহুতল, নিচতলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে।
ফায়ার সার্ভিস বলছে, আগুন লেগেছে ভবনের বেজমেন্টে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ভবনের ছাদে আটকে থাকা সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুনে নারী-পুরুষ-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়। এতে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ রয়েছেন।
গত বছরের অগ্নিকাণ্ড সংক্রান্ত খবর: বেইলি রোডে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জন
এজেডএস/আরবি