ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির আগে দুটি শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আজহার ছুটি একটানা ১০ দিন থাকবে। সরকারি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ঈদের আগে দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন, মোট ছয় দিন। এবার ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা অফিস করবেন। ফলে ১১ ও ১২ জুনের অতিরিক্ত ছুটি এবং পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি উপভোগ করা যাবে।
প্রেস সচিব আরও বলেন, যেহেতু ব্যাংকসমূহ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়, তাই ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করবে।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৭ ও ২৪ মে এই দুটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
এমআইএইচ/এসআইএস