ঢাকা: দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৭৫ জন।
শুক্রবার (৭ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭৩ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৯৪ জন। এ ছাড়া অভিযানে বিস্ফোরিত ককটেলের সাদৃশ্য অংশ বিশেষ উদ্ধার করা হয়।
এজেডএস/আরবি