ঢাকা: রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুদ রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১মে) দুপুরে ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানায়। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি মিরপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি নিজে পেশায় অটোরিকশা চালক। শিশুটির মা তাকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন ৫ বছর আগে। বর্তমানে সংসারে অভাব অনটনের কারণে চলতি মাসের ১ তারিখে এক আত্মীয়ের মাধ্যমে তার ১২ বছরের মেয়েকে দক্ষিণ বনশ্রীর এল ব্লক, রোড ১৪ এর ১১ নম্বর বাড়ির চতুর্থ তলার গৃহকর্তা মাসুদ রানার বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিলেন।
তিনি জানান, গত বুধবার মেয়ের সঙ্গে ফোনে তিনি কথা বলার সময় মেয়ে ওই বাসায় আর কাজ করবে না এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তবে শিশুটিকে এর চেয়ে বেশি আর কথা বলতে দেয়নি গৃহকর্তা মাসুদ রানা। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাবা ওই বাসায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন। তবে বাসায় আনার পর শিশুটি ঠিকমতো খাবার খেতো না এবং শুধু চুপচাপ বসে থাকত। এটি দেখে বাবার সন্দেহ হলে তিনি নিজেই মেয়েকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করেন। তবে তখনও বাবাকে কিছুই বলেনি শিশুটি। শুক্রবার প্রতিবেশী এক নারীর মাধ্যমে শিশুটির সমস্যা বিষয়ে জানতে চাইলে তখন শিশুটি জানায়, ওই বাসার গৃহকর্তা মাসুদ রানা চলতি মাসের ২ তারিখ অর্থাৎ তাকে ওই বাসায় কাজে দেওয়ার পরদিন রাতেই ধর্ষণ করেছে। আর কাউকে বিষয়টি না বলার জন্য ভয়ভীতি দেখিয়েছে।
তিনি জানান, বিষয়টি জানার পর শুক্রবার রাতেই ফোনে মাসুদ রানার সঙ্গে কথা বলেন তিনি এবং বিষয়টির সত্যতা জানতে চান। তখন উল্টো তাকেই বকাঝকা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন মাসুদ। এরপর গতকাল শনিবার খিলগাঁও থানায় গিয়ে তিনি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, চলতি মাসের ১ তারিখেই শিশুটি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল। এর পরদিনই তাকে ধর্ষণ করে গৃহকর্তা মাসুদ রানা এমনটিই মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, মাসুদ একটি গার্মেন্টসের সিনিয়র অফিসার। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। মাসুদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর উত্তর মোন্তাজে।
এজেডএস/জেএইচ