ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ১২, ২০২৫
নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু

ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত বহুতল নান্দনিক ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ মে) থেকে এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন।

তবে এখনও গুছিয়ে উঠতে পারেননি তারা।

সরেজমিনে বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে, ঝকঝকে নতুন এই ভবনের বিভিন্ন তলায় কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। অনেক কক্ষের গোছগাছ ও সাজসজ্জা চলছে। ১ নম্বর ভবন থেকে কার্টনে করে নিয়ে আসা ফাইলপত্র সাজানোর কাজ করছেন কেউ কেউ।

ভবনটি আধুনিক ও পরিবেশবান্ধব নকশায় তৈরি করা হয়েছে। আলো-বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরের একজন কর্মকর্তা বলেন, আজই প্রথম তারা অফিস করছেন। গোছগাছ প্রায় শেষের দিকে।

‘বাংলাদেশ সচিবালয়ে ২০ তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় দুটি বেসমেন্টসহ ২০ তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবন নির্মাণকাজ গত ডিসেম্বরে শেষ হয়। দুটি বেসমেন্টে ৬৬টি গাড়ি পার্কিং, নিচতলা ও দোতলায় রিসেপশন লবি, লাউঞ্জ ও রক্ষণাবেক্ষণের জন্য অফিস, তিন ও চারতলায় প্রধানমন্ত্রীর দপ্তর (মন্ত্রিসভা বৈঠকের জন্য) থাকছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য মোট নয়টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সাতটি ফ্লোর রাখা হয়েছে। আর ১২ তলা থেকে ২০ তলা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, ভবনের মোট আয়তন তিন লাখ ৭৮ হাজার ৩১৯ বর্গফুট। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগ নয়টি ফ্লোরে এক লাখ ৭২ হাজার ৭০৪ বর্গফুট আর জনপ্রশাসন মন্ত্রণালয় সাতটি ফ্লোরে এক লাখ দুই হাজার ৫৭৪ বর্গফুট জায়গা পাচ্ছে।

আগামী মাসের মধ্যে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্মিত ২০ তলা ভবনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সাতটি ফ্লোর রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্ধারিত নয়টি ফ্লোর রয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর কার্যালয় তৃতীয় তলায় রাখা হয়েছে।

সচিবালয়ের ইডেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, নতুন ভবনের অবকাঠামোগত ও রং-বার্নিশের কাজ কাজ শেষ হয়েছে। নতুন ভবনে আজ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস করবে।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।