ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, মে ১৪, ২০২৫
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা। এতে করে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৪ মে) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন তারা। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা।

পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লেও, সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।

বিকেল ৪টা ২৮ মিনিট পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করছেন বলে জানা গেছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা এক দাবি—ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানে উন্নীত করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ