ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় মাথায় আঘাত করে হোটেল কর্মচারীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, মে ২৩, ২০২৫
উল্লাপাড়ায় মাথায় আঘাত করে হোটেল কর্মচারীকে হত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীর মুখ ও মাথা ইট দিয়ে থেতলিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন গোলচত্বরে সওজের হাইওয়ে রেস্ট হাউসের পেছনে ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

নিহত আরাফাত ফরিদপুর জেলার বাসিন্দা। তিনি স্থানীয় সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিলেন।  

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিত নন্দী জানান, আরাফাত রাধানগর এলাকায় একটি ভাড়া বাসাতে থাকতেন। তিনি প্রায় এক মাস ধরে হোটেলের চাকরি ছেড়ে দিয়েছিলেন। শুক্রবার সকালে রেস্ট হাউসের পেছনের ফাঁকা জায়গায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইট দিয়ে মাথা ও মুখ থেতলে আরাফাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।