ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

বুধবার থেকে চীনে আম রপ্তানি শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মে ২৭, ২০২৫
বুধবার থেকে চীনে আম রপ্তানি শুরু

ঢাকা: অবশষে চীনের বাজারে যাচ্ছে বাংলাদেশের আম। আগামী বুধবার (২৮ মে) থেকে চীনে আম রপ্তানি শুরু হচ্ছে।

এ বছর চীনে ৫০ মেট্রিক টন আম রপ্তানি হবে।

চীনের বাজারে আম রপ্তানি উপলক্ষে বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যোগ দেবেন।

বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির লক্ষ্যে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর  দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ জানিয়েছেন, এ বছর আনুমানিক ৫০ টন আম চীনে রপ্তানি হবে। তবে পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়ানো হবে।

এর আগে গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগানও পরিদর্শন করেন।

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।