ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ফল উৎসবের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে: হাসান হাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, জুন ২৬, ২০২৫
ফল উৎসবের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে: হাসান হাফিজ ক্র্যাব মিলনায়তনে ফল উৎসব

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফল উৎসব।  

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ক্র্যাব মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর (প্রেস) ফসিউল্লাহ খান।  

সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। এ সময় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশীয় মৌসুমি ফলের বর্ণিল সমাহার দেখে অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।  

হাসান হাফিজ বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকেন না, জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে।  

এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি।

ফসিউল্লাহ খান বলেন, দুদেশের ফলের প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে। তিনি আগামীতে যৌথভাবে এ আয়োজনের ঘোষণা দেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপভোগের জন্যই ক্র্যাবের এ আয়োজন।  

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দঘন পরিবেশে প্রতি বছর এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে।  

এ সময় অনুষ্ঠানে ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমানসহ সংগঠনটির সাবেক নেতারা উপস্থিত ছিলেন ।

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।