আজ ১ জুলাই বাংলানিউজটোয়েন্টিফোরডট কমের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৫ বছর পেরিয়ে নতুনভাবে পথচলা শুরু। যে খবরটি পাঠক জানে না, যে খবরটি দেশের মানুষ জানতে চায়, যে খবরটি আলো-আঁধারীর ভেতরেও সত্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে—সেই খবরই নির্ভীকভাবে তুলে ধরার কাজ করে দেশের জনপ্রিয় অনলাইন বাংলানিউজের।
এবার এই অনলাইন সংবাদমাধ্যম পা রাখল তার ১৬তম বছরে। এই আনন্দঘন দিনে বাংলানিউজ পরিবারের সব সদস্যকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
শুরু থেকেই বাংলানিউজ ছিল একটি পরিবারের মতো—একই ছাদের নিচে কাজ, বিশ্বাস, দায়বদ্ধতা আর একে অপরের প্রতি আন্তরিক সহযোগিতার বন্ধনে গড়া। এ পরিবারে শুরু থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যারা দিন-রাত এক করে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকের হাতে পৌঁছে দিয়েছেন, তাদের প্রতিও রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আমার নিজস্ব পথচলাটাও এই পরিবারের সঙ্গেই—এক যুগেরও বেশি সময় ধরে বাংলানিউজে কাজ করছি, সেখান থেকেই শিখেছি কীভাবে সত্যের পেছনে ছুটতে হয়, কীভাবে প্রতিটি সংবাদের ভেতরে মানুষের অধিকার, কণ্ঠস্বর ও বাস্তবতাকে তুলে ধরতে হয়। বাংলানিউজ ছিল, আছে এবং থাকবে—সত্য প্রকাশের এক দৃঢ় অঙ্গীকার নিয়ে।
বাংলানিউজে কাজ করার অভিজ্ঞতা শুধুই একটি পেশাগত দায়িত্ব নয়, বরং এটি একটি নিরলস অভিযাত্রা। এখানে ২৪ ঘণ্টাই খবরের জন্য প্রস্তুত থাকতে হয়, নেই কোনো নির্দিষ্ট সময়, নেই দিন-রাতের ভেদাভেদ। যখনই কোনো ঘটনা ঘটে, তখনই তা জানাতে হবে পাঠককে—এই মন-মানসিকতা নিয়েই কাজ করি আমরা সবাই। রিপোর্টার হোক বা সাব-এডিটর, নিউজরুমে সবাই একটি পরিবারের মতো একে অন্যের পাশে থেকে কাজ করে চলেছেন।
রাত ১২টা পেরিয়েও মধ্যরাতেও নিউজ আপডেট হয়, ছুটির দিনেও থাকে জরুরি দায়িত্বের ডাক, কিন্তু কোনো অভিযোগ নেই—কারণ এই দায়বদ্ধতা থেকেই তো তৈরি হয়েছে বাংলানিউজের বিশ্বাসযোগ্যতা, পাঠকের ভালোবাসা।
আজ এই ১৬ বছরের যাত্রায় ফিরে তাকালে গর্ব হয়, আমি এই পরিবারের অংশ হতে পেরেছি। এই অনলাইন নিউজ পোর্টাল শুধুমাত্র সংবাদ প্রচার করে না, এটি একজন সংবাদকর্মীকে তৈরি করে, শিখিয়ে দেয় দায়িত্ব, নৈতিকতা, সময়ানুবর্তিতা আর সাহস।
বাংলানিউজের ১৬তম জন্মদিনে আমরা শপথ —সত্য, নির্ভরযোগ্যতা ও সময়ের সঠিক চিত্র তুলে ধরার জন্য আমরা আরও পরিশ্রম করব। পাঠকের আস্থা আমাদের প্রেরণা, আর সাংবাদিকতার নৈতিকতা আমাদের চালিকাশক্তি। শুভ জন্মদিন বাংলানিউজ। সামনে এগিয়ে যাও—আরও সাহসের সঙ্গে, আরও মানবিকতার সঙ্গে, আরও দায়িত্ব নিয়ে।
এডেজএস/এএটি