ঢাকা: কেক কেটে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ কার্যালয়ে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলানিউজের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, সিএনই (মাল্টিমিডিয়া) আশিকুর রহমান শ্রাবণ প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কসোভার রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খানসহ আমন্ত্রিত অতিথিরা।
শুভেচ্ছা বক্তব্যে সাফওয়ান সোবহান বলেন, ১৬তম বর্ষে পদার্পণ করায় বাংলানিউজকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা। আশা করছি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেশের এক নম্বর অনলাইন নিউজ পোর্টাল হবে, ইনশাল্লাহ।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম হলো অনলাইন নিউজ পোর্টালের প্রতিকৃতি। তার ধারাবাহিকতায় এই জগতে ব্যাপক বিপ্লব হয়েছে। এই নিউজ পোর্টাল থেকেই বিপ্লবের শুভযাত্রা হয়েছে। বাংলানিউজ প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাবে সেই শুভ কামনা করছি। একইসঙ্গে বাংলানিউজ তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে।
বিদেশি কূটনীতিকরাও তাদের শুভেচ্ছা বক্তব্যে বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি’র (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।
বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
জিসিজি/এএটি/এইচএ