ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালুর অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ২, ২০২৫
ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালুর অনুরোধ

ঢাকা: পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলামের পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা'র কাছে তার পরিচয়পত্র  পেশ করেছেন।

বুধবার ( ২ জুলাই) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র  পেশ অনুষ্ঠান উপলক্ষে পোল্যান্ড সেনাবাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়।

রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশ সরকারের  রাষ্ট্রপতি ও  প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার করার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালু করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত পোল্যান্ডের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'অজানা সৈনিকদের সমাধি'তে  পুষ্পস্তবক অর্পণ করেন।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।