ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ-ইন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জুলাই ৩, ২০২৫
মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ-ইন পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকারী জনগণ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত বলেন, ভোরে নারী-শিশুসহ ৪৮ জনকে তাদের আটক করা হয়।



তিনি আরও বলেন, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে ৪৮ জন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ১৫, নারী ১৫ ও শিশু ১৮ জন রয়েছে।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ-ইনের ঘটনায় ৪৫২ জন বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এ ছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

বিজিবি জানায়, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরে তাদের ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানায়। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।