ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

তিন দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, জুলাই ৭, ২০২৫
তিন দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়

ঢাকা: টানা তিনদিনের ছুটি শেষে সোমবার (৭ জুলাই) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়।

রোববার (৬ জুলাই) আশুরা উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি, এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার ছিল নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে সরকার ও প্রশাসনের সর্বোচ্চ স্তরের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজকর্ম বন্ধ ছিল টানা তিন দিন। তবে ছুটি শেষেও কেউ কেউ অতিরিক্ত ছুটিতে এখনও গ্রামেই রয়েছেন৷

সোমবার (৭ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷

সরেজমিনে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই যথারীতি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিচ্ছেন৷ তবে এই ছুটির সঙ্গে কেউ কেউ অতিরিক্ত দুই-একদিন ছুটি নিয়ে এখনো গ্রামেই রয়ে গেছেন৷

এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো স্বভাবিক ছিল। তবে সচিবালয়ের করিডোরগুলো, লিফটগুলোর সামনে তেমন ভিড় ছিল না আর সচিবালয়ে দর্শণার্থী কক্ষটিও ছিল ফাঁকা। তবে আগামী এক দুই দিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে প্রশাসনের এ প্রাণকেন্দ্রে।

এদিকে ঈদুল আজহার ছুটি ও বাজেট অধিবেশনের পর টানা এ ছুটিতে গুরুত্বপূর্ণ নথিপত্র বা প্রশাসনিক কার্যক্রম কিছুটা ধীর হয়ে পড়েছিল বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে ছুটি শেষে সচিবালয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (৬ জুলাই)পবিত্র আশুরা পালিত হয় এদিন সরকারি ছুটি। এরআগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিলো ফলে টানা তিনদিনের ছুটি শেষে আজ অফিস খুলেছে৷ কর্মকর্তা কর্মচারীরা সময় মতো অফিসে এসেছেন। ছুটির পর প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। তারাও এক দুই দিনের মধ্যে অফিসে যোগ দিবেন। এসপ্তাহটা এভাবেই যাবে আগামী সপ্তাহ থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, টানা ছুটির পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে মন্ত্রণালয়৷ জনগণের সেবা নির্বিঘ্নে চালিয়ে যেতে কর্মকর্তা-কর্মচারীদের সবাই যথাসময়ে অফিসে উপস্থিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, প্রায় সব কর্মকর্তা-কর্মচারীই অফিসে এসেছেন। অনেকেই অতিরিক্ত ছুটি নিয়েছেন তারা দুই একদিনের মধ্যে চলে আসবেন। ছুটি শেষে নতুন উদ্যমে কাজে ফিরছি আমরা।

প্রসঙ্গত, ৬ জুলাই (১০ মহররম) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালিত হয়। এরআগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল ফলে মোট ৩ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি-বেসরকারি, আধাসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।