চেক প্রতারণার মামলায় অভিযুক্ত মেহেরপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।
সোমবার (০৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারাধীন ছিল৷ তবে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ মামলা থেকে খালাস দেওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে৷
মো. আহসান খানের সাময়িক বরখাস্তকালীন সময়ের কার্যক্রম গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় জননিরাপত্তা বিভাগ।
জিসিজি /আরএইচ