মৌলভীবাজারে ৪ আগস্টের ঘটনার বিচারের দাবিতে এবং অভিযুক্তদের জামিন না মঞ্জুর করার আহ্বান জানিয়ে সাধারণ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
‘জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিসুল ইসলাম তুষার জেল থেকে কেন ছাড়া পেলো, সাংবাদিকরা কেনো তার জামিন পাওয়ার বিষয়ে লিখছেন না’ -এমন অভিযোগ তারা তুলে ধরেন। এরপর শতাধিক শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে ঘণ্টাখানেক সময় ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিতর্কিত ছাত্র সমন্বয়ক তানজিয়া শিশির, সামায়েল রহমান, এহসান জাকারিয়া, কাজী মনজুর আহমেদ, রুহুল আমিনসহ কয়েকজন নানা স্লোগান দিয়ে প্রেসক্লাবের সদস্যদের গালিগালাজ করে তালা ভেঙে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালায়।
পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন, জুলাই মাসে শহীদ হওয়া ছাত্রদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া মৌলভীবাজারে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রেসক্লাব গেটে তালা দেয়ার ঘটনাও তুলে ধরেন তারা।
বিক্ষোভকারীরা স্থানীয় কিছু গণমাধ্যমের নিরব ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং ‘দলীয় সাংবাদিকতা’ বন্ধের দাবি জানান।
বিবিবি/এমএম