ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ শুভ ওরফে হৃদয়কে (২০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাতে র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুইজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে আসামির কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক শুভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। আটককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানা র্যাব-২ এর এ কর্মকর্তা।
এমএমআই/জেএইচ