ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

জুরাইনে বিদেশি পিস্তলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ৯, ২০২৫
জুরাইনে বিদেশি পিস্তলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার গ্রেপ্তার তিন মাদক কারবারি

ঢাকা: রাজধানীর কদমতলী থানার জুরাইন বউবাজারের একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূইয়া (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়।  

মঙ্গলবার (৮ জুলাই) রাতে রাজধানীর কদমতলী থানার জুরাইন বউবাজারের একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর এএসপি (মিডিয়া) শামীম হাসান সরদার।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে  কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মাদক ব্যবসায়ী তিন গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল ও আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রি করে আসছিল। গ্রেপ্তার আসামি শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা ও আসামি রুবেলর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।