রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে ফিরোজা আসরাফী (২৭) নামে এক নারীর বিষপান করেন। একদিন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।
পুলিশ বলছে, পারিবারিক কলহের কারণে ওই নারী তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করায় ৯৯৯ নম্বরে কল পেয়ে এবং পল্লবী থানার পুলিশের অনুরোধে তাকে ভাটারা থানা এলাকার একটি হাসপাতাল থেকে আটক করে থানায় আনা হয়।
শুক্রবার (১১ জুলাই) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ওই নারী তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে ভাটারা এলাকায় একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে স্বামীর আত্মীয়-স্বজন তাকে আটক করে। পরে ৯৯৯ নম্বরে কল পাওয়া যায় এবং পুরুষাঙ্গ কর্তনের ঘটনাস্থল মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও তাকে আটক করার মেসেজ পাঠায়। পরে ভাটারা থানা পুলিশের একটি টিম গিয়ে হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, যেহেতু ঘটনাস্থল ভাটারা থানায় এলাকায় নয়, তাই ওই নারীকে থানার হাজতে না রেখে, থানার নারী ও শিশু ডেস্কের সামনে দুই নারী কনস্টেবলে পাহারায় বসিয়ে রাখা হয়। গতকাল বিকেলে সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষপান করেন ওই নারী। ঘটনার পরপরই তাকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে গতকাল রাতে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, স্বামীর সঙ্গে কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেছেন ফিরোজা। আগে থেকেই তার কাছে অনলাইন থেকে কেনা বিষ ছিল।
এজেডএস/এমজেএফ