ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

মাছ ব্যবসায়ীদের সঙ্গে শেকৃবি শিক্ষার্থীদের হাতাহাতি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, জুলাই ১৪, ২০২৫
মাছ ব্যবসায়ীদের সঙ্গে শেকৃবি শিক্ষার্থীদের হাতাহাতি

ঢাকা: ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে আগারগাঁও বিএনপি বাজারের মাছ ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

যেকোনো কারণে শিক্ষার্থীদের সঙ্গে মাছ ব্যবসায়ীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির একটি ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আগারগাঁও বিএনপি বাজারের মাছ ব্যবসায়ীদের যেকোনো কারণ নিয়ে প্রথমে তর্কবিতর্কের একটি ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করে একজন শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর কাছে সেই শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান করে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হতে পারে মাছ ক্রয় করা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া পরিস্থিতি শান্ত করতে সহযোগিতা করেন সেনাবাহিনী সদস্যরা।

অপর একটি সূত্র দাবি করেন, রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে আগারগাঁও বিএনপি বাজারে মাছ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সেনাবাহিনী সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানায় অবস্থানে নেয়। সেখানে প্রক্টর গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

এজেডএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ