ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, জুলাই ১৪, ২০২৫
২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান

২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) হজ এজেন্সিগুলোর স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার ইতোমধ্যে রোডম্যাপ/টাইম লাইন প্রকাশ করেছে। সে পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত যেসব হজ এজেন্সি ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব হজ এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তুতকৃত নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।