ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মঞ্চে অতিথির আসনে বসলেন শহীদদের মা-বাবা, নিচে উপদেষ্টারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, জুলাই ১৪, ২০২৫
মঞ্চে অতিথির আসনে বসলেন শহীদদের মা-বাবা, নিচে উপদেষ্টারা ছবি: বাংলানিউজ

বাংলাদেশে প্রথমবারের মতো জুলাই মাসের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে।

অনুষ্ঠান মঞ্চে অতিথির আসনে ছিলেন জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের স্বজনেরা।

আর উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা ছিলেন মঞ্চের অগ্রভাগে নিচে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এ দৃশ্য দেখা গেছে।

এসময় অনুষ্ঠানে মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিলেন শহীদদের মা-বাবা, আর মঞ্চের নিচে বসে ছিলেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

শহীদদের স্বজনদের এই সম্মান প্রদর্শন অনেককেই অভিভূত করেছে। আগতরা এর ভূয়সী প্রশংসা করেন।

নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এখানে মামলা গুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগষ্টের আগে চার্জশিট দেয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা চার্জশিট দিতে পারবেন।

তিনি আরও বলেন, অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেন। আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, মুহাম্মদ ফাওজুল কবির খান ও শহীদ পরিবারের সদস্যরা।

এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।