ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুলাই ১৭, ২০২৫
ফরিদপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা এড়াতে বিজিবি মোতায়েন।

ঢাকা: ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা এড়াতে দুই প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফরিদপুরে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা এড়াতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।  

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউসের সামনে থেকে এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউস থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।