‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: সচেতনতা ও সম্পৃক্ততা’ শীর্ষক একটি সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল। সঞ্চালনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।
সেমিনারে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা, দীর্ঘস্থায়ী সংকট এবং সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। তারা বলেন, ওই অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীসহ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভূমি বিরোধসহ পুরনো সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে এনে স্থায়ী সমঝোতার উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই এই সংকটের টেকসই সমাধান সম্ভব বলে মত দেন তারা।
বক্তারা আরও বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফেরার পর থেকে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি বেড়েছে। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান। আলোচনায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক উপ-উপাচার্য ড. শাহাদাত হোসেন মণ্ডল, ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. শাহাব এনাম খান, রাজশাহী বারের সভাপতি আবুল কাসেম এবং ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবদুর রহমান সিদ্দিকী, প্রতিরক্ষা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী, মনোবিজ্ঞানী অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস, ফোকলোর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমিরুল ইসলাম, এনসিপির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান মোবাশ্বের আলী প্রমুখ।
আরবি