রাজধানীর উত্তরায় এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বহু স্কুল শিক্ষার্থী এই দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যা অত্যন্ত বেদনার ও মর্মান্তিক।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী।
পিডি/টিসি