ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

উত্তরার বিমান বিধ্বস্ত: আমীর খসরুর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জুলাই ২১, ২০২৫
উত্তরার বিমান বিধ্বস্ত: আমীর খসরুর শোক

রাজধানীর উত্তরায় এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বহু স্কুল শিক্ষার্থী এই দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যা অত্যন্ত বেদনার ও মর্মান্তিক।

আমি এ ঘটনায় অত্যন্ত মর্মাহত ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কামনা করি।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।