শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নটরডেম কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, বাংলা কলেজ, শেরেবাংলা কলেজ, খিলগাঁও সরকারি কালেজ, মোহাম্মদপুর কলেজ, মিরপুর আইডিয়াল কলেজ, খিলগাঁও কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, মিরপুর কমার্স কলেজ, সেন্ট জোসেফ কলেজ, বিএএফ শাহিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আহত হন।
আহতরা শিক্ষার্থীরা হলেন—আফসানা (২০), মুগ্ধ (১৯), আশিক (১৯), অন্তর (২০); শাকিল (২৩), ইউসুফ (১৮); শাওন (১৯); নিহাল (১৮), ইয়াসিন (১৯), আসাদ আহমেদ (১৮), সামিদ (১৯), সিয়াম (১৮), তানসিন (২০), মারুফ সরকার (১৯), সায়েম (২০), নোহান (২০), রেদুয়ান ইসলাম (২০), সায়েম (২০), সাহিদ (১৮), হাসিব (১৯), ফাহাদ (১৯), হাসিব (২০), মুক্তার (১৮), আদনান (১৮), রায়হান (২০), জিহাদ (১৮), রোমান (১৯), প্রান্ত (১৯), সাহিদ (২০), অন্তু (১৯), বিশাল (১৮), আনহাফ (২০), মাহি (১৯), নাহিম (১৮), সাফি (১৮, স্বাধীন (১৯), তাসিন (২০) ইমরান (১৯), ধ্রুব (২০), শান্ত (২০), তামিম (২০), আজহারুল (২০), সায়েম (১৮), জিসান (১৯), ইমাদ (১৮), নিহাল (১৯), শাহিন (১৮), রাশেদ (১৯), পারভেজ (১৯), নাঈম (১৮), বিজয় (১৮)ও নাফিস (১৯) সহ আরও অনেকে।
আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালযের সামনে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৬৬ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এজেডএস/এমজেএফ