ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, জুলাই ২৩, ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক ইওয়ায়া তাকেশি

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি শোক ও সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও সমবেদনা জানান।

মঙ্গলবার (২২ জুলাই)  জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী  ইওয়ায়া তাকেশি শোকবার্তায় বলেন, বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।  
তিনি বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৭০  জন।

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।