ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে ভবনের জেনারেটর রুমে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুলাই ২৩, ২০২৫
মিরপুরে ভবনের জেনারেটর রুমে অগ্নিকাণ্ড

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকার একটি ছয়তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার ১ নম্বর রোডের বাড়িটির ছয়তলার গ্রাউন্ড ফ্লোরের জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। পরে দুটি ইউনিট কাজ করে বেলা ২টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এর আগে আগুনের সংবাদ পাওয়া যায় ১টা ১৩ মিনিটের দিকে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই ভবনের ছয়তলায় কসমো স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই ঘটনায় হতাহতের সংবাদ নেই।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।