রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন। তবে শারীরিকভাবে কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র চিকিৎসকরা।
ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে আমাদের ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ৮ জনকে রাখা হয়েছে আইসিইউতে, যাদের মধ্যে ৬ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। তবে ১৩ জন রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং দ্রুতই ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছে। তারা পরে ফলোআপ চিকিৎসার জন্য আবার ইনস্টিটিউটে আসবেন।
তিনি আরও জানান, দগ্ধ এই শিক্ষার্থীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার ভারত থেকেও একটি চিকিৎসক দল এসেছে। এছাড়া চীনের চিকিৎসকদের সঙ্গে অনলাইনে আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া এদিন দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো দগ্ধ কিংবা দৃশ্যমান আঘাত নেই।
এর আগে সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুই শিক্ষার্থীর। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. নাসির উদ্দিন এবং তার সহকর্মীরা।
এজেডএস/এমজে