হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ২৭ জুলাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায়/স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়।
এমআইএইচ/এএটি