ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওয়াশিংটনে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, জুলাই ২৬, ২০২৫
ওয়াশিংটনে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন অনুষ্ঠানে অতিথিরা।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৬ জুলাই) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের ‍দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন, গণহত্যার পোস্টার ও আলোকচিত্র এবং গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে থেকে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্য, বিভিন্ন পেশাজীবী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।