ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

৫০ লাখ টাকা দাবি করেন ‘সেই পাঁচ সমন্বয়ক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জুলাই ২৭, ২০২৫
৫০ লাখ টাকা দাবি করেন ‘সেই পাঁচ সমন্বয়ক’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী পাঁচ যুবক আটক।

ঢাকা: রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপির বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মো. সিয়াম, সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ ও আমিনুল ইসলাম।

রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গত ১৭ জুলাই সন্ধ্যায় ওই পাঁচজন গুলশানে অবস্থানরত অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফরের বাসায় গিয়ে নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে অভিযুক্তরা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দেখান। এক পর্যায়ে ভীত হয়ে প্রবাসী আবু জাফর তাদের ১০ লাখ টাকা দেন। এরপর ২৬ জুলাই বিকেলে বাকি ৪০ লাখ টাকা নিতে পুনরায় গুলশানের ওই বাসায় যান অভিযুক্তরা।   ভুক্তভোগী বিষয়টি গুলশান থানাকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ যুবককে হাতেনাতে আটক করেন।

ওসি হাফিজুর রহমান জানান, আটকদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং একজন কলেজের শিক্ষার্থী। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রবাসী ভুক্তভোগী আবু জাফরের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেটিকে এজাহার হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।