ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ডেমরায় হেলে পড়েছে ৬ তলা ভবন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, জুলাই ২৭, ২০২৫
ডেমরায় হেলে পড়েছে ৬ তলা ভবন প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি

রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনের একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছয়তলা ভবনটি পাশের একটি সাততলা ভবনের দিকে হেলে পড়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ডেমরা হাজিনগর এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন হেলে পড়ার সংবাদ পেয়েছি।  

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।