ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দগ্ধদের চিকিৎসাসেবা দিয়ে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, জুলাই ২৮, ২০২৫
দগ্ধদের চিকিৎসাসেবা দিয়ে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টো স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিয়ে দেশে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ওই মেডিকেল টিমের সদস্যরা ভারতে ফিরে যান।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল—নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল টিম ঢাকায় এসেছিল। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি গত ২৩ জুলাই ঢাকায় আসে।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) তাদের বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজ করেছে। তারা মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ দিয়েছে। ভারতীয় টিমটি এনআইবিপিএসের চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন বলে জানিয়েছে ভারত।

টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।