ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

ধানমন্ডিতে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জুলাই ৩১, ২০২৫
ধানমন্ডিতে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, আহত ১ অটোরিকশার ওপর ভেঙে পড়েছে গাছ।

রাজধানীর ধানমন্ডিতে ঝোড়ো বাতাসে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। এতে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।

এই ঘটনায় সিএনজিতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ধানমন্ডি ৬/এ এর গণস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝোড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। গাছের ভারে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা এক নারী যাত্রী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।