ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, আগস্ট ২, ২০২৫
৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

একইসঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম গ্রেপ্তার ও সেনাবাহিনীর কর্মকর্তাও জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে তাকেই ছাড় দেওয়া হবে না।

সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।  

শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।  

মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা দেখেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা কি কষ্ট। এই জন্য আপনাদের আমি অনুরোধ করবো আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নতি হয়।  

গণমাধ্যম কি তাহলে এখন সত্য প্রকাশ করছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়া সত্য প্রচার করার জন্যই আজ এ পর্যন্ত আগাইছে। আমি সবসময়ই বলি আপনারা সত্য প্রচার করার কারণে আমাদের বাইরের যে মিডিয়াগুলো আছে  বিদেশি মিডিয়াগুলোর মুখ কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু আগের মতো সরব হতে পারে না। যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন।  

৫ আগস্ট সতর্কতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্ট কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের শঙ্কা নেই।  

আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও রয়েছেন এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে তাকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করে তাহলে কোনো ধরনের ছাড় পাবে না। তদন্তের পর সবকিছু জানা যাবে।  

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।