ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, আগস্ট ২, ২০২৫
খিলগাঁওয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ হত্যাকাণ্ডে কারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তা তদন্ত করে দেখছে।

শনিবার (২আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে স্বজন ও থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নজরুলের মামা কামাল হোসেন বলেন জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। বাসার পাশেই দোকানদারি করতেন তিনি।  

তিনি আরও জানান, নজরুল ইয়াবা সেবন এবং বিক্রিও করতেন। খিলগাঁও থানায় নজরুলের নামে মাদক মামলা রয়েছে। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে লোকজন নজরুলের বাসায় ঢুকে স্ত্রী সন্তানদের সামনে তাকে বেদম মারধর করে। পরে স্ত্রী আকলিমা বেগম নজরুলকে ভোরে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খিলগাঁও থানার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা অভিযোগ করেন, নজরুলের হাতে পিঠে অসংখ্য মারধরের দাগ রয়েছে। একটা লোকের নামে মামালা থাকতেই পারে, তাই বলে এভাবে পিটিয়ে মেরে ফেলবে!

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। এ হত্যাকাণ্ডে কারা জড়িত বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।