রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগ ক্যাডারদের গোপন বৈঠকের মামলা আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন হলে তথ্য পাওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করেছি। এর প্রেক্ষিতে ১৩ জুলাই ভাটিরা থানায় একটি মামলা হয়। সেই মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় জড়িত অন্য যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কী উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা এ বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।
এই ঘটনায় আর কোনো গ্রেপ্তার আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই ডিসি বলেন, ওই প্রশিক্ষণে দেশের বিভিন্ন স্থান থেকে তারা লোকজন জড়ো করেছিল। এই মামলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই খানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে ষড়যন্ত্রমূলক কিছু করার অপচেষ্টা করেছিল, সে ভিত্তিতেই আমরা তদন্ত অব্যাহত রেখেছি। এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।
এমএমআই/এমইউএম