ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ৪, ২০২৫
৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৪ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩ আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিল, ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। আল্লাহ দিলে সব প্রোগ্রাম সব কিছু ভালোভাবে হয়ে যাবে। এতে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।  

সরকারের পক্ষ থেকে কী ধরনের সতর্কতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারকে সব কিছুর বিষয়েই সতর্ক থাকতে হয়। এজন্যই আমরা বিভিন্ন মিটিং করি। আপনাদেরও বলি আপনারা আমাদের সাহায্য করুন।  

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সেগুলোর সব তো আমরা উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারে চেষ্টা সবসময় জারি আছে।  

মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে না, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিইনি।  

জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।