ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বিমানে যাত্রী অসুস্থ, ‘মেডিকেল ইমার্জেন্সি’ঘোষণা করে ইস্তাম্বুলে অবতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, আগস্ট ৭, ২০২৫
বিমানে যাত্রী অসুস্থ, ‘মেডিকেল ইমার্জেন্সি’ঘোষণা করে ইস্তাম্বুলে অবতরণ ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সূত্র জানায়, অসুস্থ যাত্রীর প্রাণ রক্ষার্থে বিমানের সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি ২০১-তে যাত্রী শাহ শামসুন নেহার রহমান ফ্লাইটের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন।

ইস্তাম্বুলে অসুস্থ যাত্রী এবং তার সাথে থাকা অপর দুইজন যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন।

বিমানটি বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায় বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।