ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ইলিয়াস হোসাইনের স্ট্যাটাস

‘প্রথম আলোর মতি-জিয়াকে গ্রেপ্তার করলে তারকাদের শোকের রহস্য বের হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, আগস্ট ১৯, ২০২৫
‘প্রথম আলোর মতি-জিয়াকে গ্রেপ্তার করলে তারকাদের শোকের রহস্য বের হবে’ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন

গত ১৫ আগস্ট ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর নামে পতিত ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি ও ষড়যন্ত্রের বিষয়টি কদিন ধরে আলোচিত হচ্ছে।

এ বিষয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন মনে করছেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বিনোদন সাংবাদিক মঞ্জুর কাদের জিয়াকে গ্রেপ্তার করলে রহস্য বেরিয়ে আসবে।

সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইলিয়াস লিখেছেন, ‘প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া এবং মতিকে গ্রেফতার করলেই তারকাদের ১৫ই আগস্টে শোক জানানোর সব রহস্য বেরিয়ে যাবে৷’

‘এবারের ১৫ই আগস্টে যে পরিমাণে তারকারা শোক জানিয়েছে এর আগে কখনো এতটা মাতম দেখা যায়নি৷ এমন অনেক তারকা আছে, যারা সাধারণত রাজনৈতিক বিতর্কে তেমন জড়ায় না, তাদেরও অনেকে এবার প্রতিকূল পরিস্থিতিতেও পোস্ট করেছে, এমনকি ২০২৪ সালের ১৫ই আগস্টেও এদের মধ্যে বেশিরভাগ শোক জানিয়ে কোনো পোস্ট করেনি৷ যে কারণে এটা পরিষ্কার যে এবার সুক্ষ্ম একটি নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে এমন কিছু একটা করা হয়েছে যে, তারা সকলে একযোগে মুজিবকে নিয়ে মাতম করেছে৷’

ইলিয়াস হোসাইন আরও লিখেছেন, ‘এই রহস্য উদঘাটন না করলে আওয়ামী বিরোধী প্রতিটি দলকে চড়া মূল্য দিতে হবে৷ মুজিবের সাইনবোর্ড দিয়ে তারা মূলত আবারও আওয়ামী ফ্যাসিজমকে মানুষের সামনে সহনশীল করে তুলে ধরতে চায়৷’

‘পুরো পরিকল্পনায় একটি বড় বাজেট খরচ করা হয়েছে, যার পুরো মাস্টারমাইন্ড ছিল হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল ইসলাম খোকন৷ খোকনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে নিউইয়র্কের একটি অখ্যাত বাংলা পত্রিকার উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং কথিত নায়ক জায়েদ খান৷’

ইলিয়াস হোসাইনের মতে, ‘বাংলাদেশ প্রান্তে টাকার বণ্টন হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া, তার স্ত্রী গায়িকা কোনাল এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদির মাধ্যমে৷ বাংলাদেশে তারকাদের পুরো সাহস যুগিয়েছে প্রথম আলো৷ আলভী নামে একজন অখ্যাত অভিনেতাকে হঠাৎ করেই তারা সাক্ষাৎকার নিয়ে সামনে নিয়ে আসে৷ মুজিব আর মুক্তিযুদ্ধকে কো-রিলেট করে সাক্ষাৎকারটি প্রচার করেই প্রথম আলো তাদের অনুসারী অভিনেতাদের উৎসাহিত করে৷ যেসব তারকারা ১৫ই আগস্টের শোক জানিয়েছে তাদের বেশিরভাগ মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড প্রাপ্ত৷’

‘আমেরিকায় থাকা খোকন, মুহিউদ্দীন কিংবা জায়েদ খানকে ধরা না গেলেও প্রথম আলোর জিয়া-মতি, আফ্রিদিসহ শোক জানানো তারকাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে যাবে’, যোগ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

এর আগে, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা নিবেদন দেখা গেছে, এটি নিছকই শ্রদ্ধার মধ্যে আটকে ছিল না, বরং এর আড়ালে ঘটে গেছে ভয়াবহ এক ষড়যন্ত্র। কেউ কেউ সত্যিকারার্থে সেদিন মুজিবকে শ্রদ্ধা জানালেও বড় অংশই জুলাই গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য ‘সমন্বিত প্রচারণা’য় অংশ নেয়।

তিনি বলেন, ‘একটা বস্তুনিষ্ঠ তদন্ত হওয়া দরকার। এটা বের করা দরকার এটি কি জুলাই গণহত্যাকারী দলকে পুনর্বাসিত করার প্রাথমিক পদক্ষেপের ষড়যন্ত্র কি-না? মুজিবের পর তাদের পরবর্তী ন্যারেটিভ হচ্ছে, ধীরে ধীরে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো। ’

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।