ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সচিবালয়ের অভিমুখে পদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, আগস্ট ১৯, ২০২৫
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সচিবালয়ের অভিমুখে পদযাত্রা মানববন্ধনে শিক্ষকরা।

২০১৩ সালের ঘোষণার ১২ বছর কেটে গেলেও এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এ অবস্থায় ‘এক দফা এক দাবি—জাতীয়করণ চাই’ স্লোগান নিয়ে মানববন্ধন ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষকরা।



মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। পরে সচিবালের অভিমুখে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ হলেও ২৫ মে ২০১৯ সালের আগে প্রতিষ্ঠিত প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনো এর বাইরে রয়ে গেছে।

সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন বলেন, জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি। এতে হাজারো শিক্ষক-কর্মচারী বঞ্চিত হচ্ছেন।

যুগ্ম সচিব সুমন কুমার চাকি বলেন, ২০১৮ সাল থেকে আন্দোলন করছি। গত ২৬ জুলাই আবারও সুপারিশ হলেও এখনো কোনো ফল নেই। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

নীলফামারীর শিক্ষক নেতা মখলেছুর রহমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক তকমা দিয়ে অনেক বিদ্যালয় বাদ দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই।  

সভাপতি মো. মামুনুর রশিদ শিকদার বলেন, আমরা বৈষম্য চাই না। সরকারি কিংবা বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়কেই জাতীয়করণের আওতায় আনতে হবে। এক দেশে দুই নীতি চলবে না।

ডিএইচবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।