ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরের পুলিশ কমিশনারকে কিনতে না পেরে তার বিরুদ্ধে লেগেছে প্রথম আলো : ইলিয়াস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, আগস্ট ২৫, ২০২৫
গাজীপুরের পুলিশ কমিশনারকে কিনতে না পেরে তার বিরুদ্ধে লেগেছে প্রথম আলো : ইলিয়াস প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ দিয়ে গাজীপুরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিমকে কিনতে না পেরে প্রথম আলো তার বিরুদ্ধে লেগেছে। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে উদ্দেশ করে ইলিয়াস হোসাইন বলেন-মতি, তোমার দুই লাইনের শিরোনাম দিয়ে কার্য সম্পাদনের দিন শেষ।

 

গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ইলিয়াস হোসাইন বলেন, ১৫ বছর তারেক-বাবরের বিরুদ্ধে ২১ আগস্টের দায় চাপিয়ে এবার ২১ আগস্ট কোনো নিউজ করোনি। কারণ কী? জজ মিয়া কোথায়? এক ‘১৫ মিনিটস’ প্রথম আলোর জজ মিয়া নাটক লণ্ডভণ্ড করে দিয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুরের কমিশনার সেই ব্যক্তি, যিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে জুলাই যুদ্ধে অংশ নিয়েছিলেন। হাসিনা তাকে সব ধরনের নির্যাতন করেছে, কিন্তু অন্যায় কাজ করাতে পারেনি। অতএব, নাজমুল করিমকে নিয়ে পচা আলুর দুর্গন্ধযুক্ত শিরোনামের নিউজে কিছুই যায় আসে না।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।