জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর অন্যতম সদস্য বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শোক বার্তায় তিনি বলেন, জেডআরএফ’র অন্যতম পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা মাহমুদ উল্লাহ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যাথিত। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুম মাহমুদ উল্লাহকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
আরআইএস