পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
রোববার (৩১ আগস্ট) এক বার্তায় এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার পর এটি ছিল পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথম সাক্ষাৎ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি সাবেক রাষ্ট্রদূত আখিম ট্রোস্টোরের স্থলাভিষিক্ত হন।
টিআর/আরবি